তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম

তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম-



Full Lyrics




তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম,
সে এখন ঘুমটা পরা কাজল বধু
দুরের কোন গাঁয়।
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় (২)

বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়াতে এসে,
ভেজা হাতে ডাকলও আমায় বল্ল ভালোবেসে,
এখানে আম কুড়ানোর ধুম লেগেছে (২)
চলনা অন্য কোথাও যাই–
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় (২)

দুপুর বেলা মল্লিকাদের আটচালাতে গিয়ে,
পুতুল খেলার ছল করেছি হৃদ্যয় দিয়ে নিয়ে (২)
সে কথা ভাবলে এখন বর্ষা নামে,(২)

দুচোখে সজল ভরসায়—
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় (২)
তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম (ঐ)



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url