Aiso Mor Kalachan 2.0 Lyrics (আইসো মোর কালাচান) Ipshita Barman | Rajbongshi Song

 

Aiso Mor Kalachan 2.0 Lyrics (আইসো মোর কালাচান) Ipshita Barman | Rajbongshi Song

Aiso Mor Kalachan 2.0 Lyrics Written by: Satya & Ritika. Aiso Mor Kalachand Bengali version song Sung by: Rohima Begum. Aiso Mor Kalachand Rajbongshi Sung by: Ipshita Barman.


Song Title:-

Aiso Mor Kalachan 2.0 ( আইসো মোর কালাচান ) | Pritam & Shreya | Ipshita | Satya | Rajbongshi Song

Original Credit:-

Song: Aiso Mor Kalachand

Singer: Rohima Begum

Music: Gidal Nazrul

Label: Sangeeta

Remake Credit:-

Song: Kalachan 2.0

Singer: Ipshita Barman
Lyrics: Satya & Ritika
Tune & Rap: Satya
Music: Acoustic Dipankar & Sourav Karjee
Mix & Master: Acoustic Dipankar



 

Aiso Mor Kalachan 2.0 Lyrics In Bengali:


ও বন্ধু সোনা মোর জান
কি মায়াত ফেলে রাখি চান!
অমন করে কেন তাকান?
তোমা হামাক, বোঝেনা অবলা প্রাণ।

ভাল লাগেনা তোমা
কেন বোঝেন না,
রাত কাটে না কেন নিন্দ ধরে না!
কালো আলেন না
কথা দিয়ে রাখলেন না।
আরে গাড়ি বাড়ি টাকা-পয়সা
সঙ্গে যাইবে না।

আইসো মোর কালাচান
যাও খাইয়া যাও বাটার পান

হায় হায় মোর প্রাণের কালাচান।

আইসো মোর কালাচান
যাও খাইয়া যাও বাটার পান
হায় হায় মোর প্রাণের কালাচান।

কৃষ্ণায় নদীর বাঁশের সাঁকো


দেখে শুনে পার হন,
কৃষ্ণায় নদীর বাঁশের সাঁকো
দেখে শুনে পার হন।

যাও খাইয়া যাও নয়া বাটার পান
যাও খাইয়া যাও নয়া বাটার পান।

Aiso Mor Kalachan 2.0 Rap Lyrics:

ওকে মুই সত্য রেপার ব্যাপার-স্যাপার
বুঝিয়া কথা কন,
প্রেম না করলে বুঝমু
কেমনে পিরিতির কত রং।

মাইনো শাড়ি পরে কালো টিপে
সেলফি আর তোর ঢং!

যেমন না চাই হলদি না চার রঙ।

তোর আগতে পাছোতে
অগলে বগলে,
নেচে পেছে তোর
মুক সতরে সতরে পান খাওয়ালু
বানালু যে পানখোর।

আরে মনের হাউসে পান খাইয়া
কেনে তোর পাছে পাছে জান!
মাই নো ভালোবাসে
ময়না ছাড়ুম তোকে ধরম

যেমন না চাই হলদি না চার রঙ।

তোর আগতে পাছোতে
অগলে বগলে,

নেচে পেছে তোর
মুক সতরে সতরে পান খাওয়ালু
বানালু যে পানখোর।

আরে মনের হাউসে পান খাইয়া
কেনে তোর পাছে পাছে জান!
মাই নো ভালোবাসে

নাম দিলু মোরে বন্ধু কালাচান।

Song Lyrics:

আইসো মোর কালাচান
যাও খাইয়া যাও বাটার পান
হায় হায় মোর প্রাণের কালাচান।

আইসো মোর কালাচান
যাও খাইয়া যাও বাটার পান
হায় হায় মোর প্রাণের কালাচান।

ও বন্ধু প্রাণেরি কালা

তার ওপর পরদেশিয়া!
বানিয়া ফুলেরো মালা
ও গেন্দা ফুলের,
কালাক দিমু পিন্দিয়া।

তোমাক নিয়ে ঘুরে বেড়াম
কও কোনটি যাবার চান?



চাইলে তোমাক দেখরি নিজাম
দার্জিলিংয়ের চা বাগান।

আসবেন যখন আমার বাড়ি
খাবার দুমু পান সুপারি!
ছয়টা শুধু লাল তরকারি
আসন পাতিয়া।

আইসো মোর আরে আইসো কালাচান



যাও খাইয়া যাও বাটার পান
হায় হায় মোর প্রাণের কালাচান।

আইসো মোর কালাচান
যাও খাইয়া যাও বাটার পান
হায় হায় মোর প্রাণের কালাচান।


কৃষ্ণায় নদীর বাঁশের সাঁকো
দেখে শুনে পার হন,
কৃষ্ণায় নদীর বাঁশের সাঁকো
দেখে শুনে পার হন।

যাও খাইয়া যাও নয়া বাটার পান

যাও খাইয়া যাও নয়া বাটার পান।

আইসো মোর কালাচান ২.০ রাজবংশী গানটি গেয়েছেনঃ ইপ্সিতা বর্মন। ধন্যবাদ!!


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url