Amar Jomunar Jol Dekhte Kalo | (আমার যমুনার জল)


Amar Jomunar Jol Dekhte Kalo | (আমার যমুনার জল)


শিরোনামঃ আমার যমুনার জল
কন্ঠঃ ফজলুল রহমান বাবু
কথাঃ সংগৃহীত
সুরঃ সংগৃহীত
মুভিঃ ঘেটু পুত্র কমলা

আমার যমুনার জল দেখতে কালো,
চান করিতে লাগে ভালো,
যৌবন মিশিয়া গেলো জলে(২)

গডা পানিতে নাইম্যা কন্যা গডা মাঞ্জন করে,
হাঢু পানিতে নাইম্যা কন্যা হাঢু মাঞ্জন করে।

আমার যমুনার জল দেখতে কালো,
চান করিতে লাগে ভালো,
যৌবন মিশিয়া গেলো জলে

উরত পানিতে নাইম্যা কন্যা উরত মাঞ্জন করে,
কোমর পানিতে নাইম্যা কন্যা কোমর মাঞ্জন করে।

আমার যমুনার জল দেখতে কালো,
চান করিতে লাগে ভালো,
যৌবন মিশিয়া গেলো জলে

ফেড পানিতে নাইম্যা কন্যা ফেড মাঞ্জন করে,
বুক পানিতে নাইম্যা কন্যা বুক মাঞ্জন করে।

আমার যমুনার জল দেখতে কালো,
চান করিতে লাগে ভালো,
যৌবন মিশিয়া গেলো জলে

গলা পানিত নাইম্যা কন্যা গলা মাজন করে,
মাথা পানিত নাইম্যা কন্যা ডুব দিয়া ডুব খেলে।

আমার যমুনার জল দেখতে কালো,
চান করিতে লাগে ভালো,
যৌবন মিশিয়া গেলো জলে

গোসল বড় কইরা সখি মুখে দিছে পান,
ঘর থাইকা বাইর হইছে পূর্ণিমারই চান।

আমার যমুনার জল দেখতে কালো,
চান করিতে লাগে ভালো,
যৌবন মিশিয়া গেলো জলে(২)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url