বাংলা ভালোবাসার Romantic এস এম এস
![]() |
বাংলা ভালোবাসার এস এম এস |
আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
নিয়ে আমার ঠোঁট
মাঝে মাঝে গভীর আবেগ
কিংবা আমার জন্য রাত
দুটো ছুয়ে দিতে হবে না.
জাগা পাখিও
সাথে রুটিন মেনে দেখা
হতে হবে না.
অন্য সবার মত আমার
খেতে হবে না. এত
করতে হবে না. কিংবা বিকেল বেলায় ফুচকাও
অসীম সংখ্যক “না”এর ভিড়ে
তুমি প্রতিবার
শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন এক বার “ভালবাসি” বলব
একটা দীর্ঘশ্বাস
গলায় বলবে “পাগলি”
ফেলে একটু
খানি আদর মাখা
👉লেখা - ফারহানা👩
(আপনার লেখা পাঠাতে পারেন এই ঠিকানায় - bdboysrakibul@gmail.com)